ঢাকা | বঙ্গাব্দ

মঙ্গলেই ফিরছেন ওরা : নাসা

নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হ্যাচ ক্লোজার প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাটির প্রতিটি ধাপ সরাসরি সম্প্রচারিত হবে।
  • অনলাইন ডেস্ক | ১৭ মার্চ, ২০২৫
মঙ্গলেই ফিরছেন ওরা : নাসা বুচ ও সুনিতা।

নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা দু’জন মার্কিন নভোচারী মঙ্গলবার সন্ধ্যায় পৃথিবীতে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


রোববার সকালে মহাকাশে আটকে পড়াদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে স্পেসএক্সের মহাকাশযান। মহাকাশে আটকে পড়া সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী বুচ উইলমোর এবং তাদের সঙ্গে ফিরবেন আরেকজন মার্কিন মহাকাশচারী ও রাশিয়ান কসমোনট। 


নাসা জানিয়েছে, সোমবার সন্ধ্যায় হ্যাচ ক্লোজার প্রস্তুতি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যাত্রাটির প্রতিটি ধাপ সরাসরি সম্প্রচারিত হবে। উইলমোর এবং উইলিয়ামসের জন্য এটি একটি অগ্নিপরীক্ষার সমাপ্তি চিহ্নিত করবে যা তাদের নয় মাস ধরে আটকে রেখেছে।


প্রসঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দেন সুনি এবং বুচ। আটদিন পরই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে নভোযানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ফলে, তাতে প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে সেটি খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয়। তখন মহাকাশে আটকে পড়েন সুনিতা, বুচ।


সূত্র: এএফপি 


এসজেড