ঢাকা | বঙ্গাব্দ

‘ব্রিটেন থেকে চলে যান’

৩৭ বছর বয়সি মণিকর্ণিকা দত্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নিয়ে গবেষণা করছেন। গবেষণার বিষয় ভারতের শহর সম্পর্কিত।
  • অনলাইন ডেস্ক | ১৭ মার্চ, ২০২৫
‘ব্রিটেন থেকে চলে যান’ মণিকর্ণিকা দত্ত

গবেষণার জন্য ব্রিটেনের বাইরে ‘অতিরিক্ত সময়’ ব্যয় করেছেন তিনি! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ইতিহাসবিদকে এবার ব্রিটেন থেকে ‘বিতাড়িত’ করার চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি ইংল্যান্ডের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় ইতিহাসবিদকে ১০ বছরের জন্য ‘প্রবেশে নিষেধজ্ঞা’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে।


৩৭ বছর বয়সি মণিকর্ণিকা দত্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস নিয়ে গবেষণা করছেন। তার গবেষণার বিষয় ভারতের শহর সম্পর্কে অধ্যয়ন করা। সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিময় অনুযায়ী, যারা ১০ বছর এবং তার বেশি সময় ধরে ব্রিটেনে থাকেন, তারা বছরে নির্দিষ্ট দিনের ছুটির জন্য আবেদন করতে পারেন। তবে ১০ বছরের মধ্যে সর্বাধিক ৫৪৮ দিন বিদেশে থাকতে পারেন। তবে ‘গার্ডিয়ান’-এর প্রতিবেদন অনুযায়ী, মণিকর্ণিকা মোট ৬৯১ দিন ব্রিটেনের বাইরে ছিলেন।


স্বামী শিক্ষাবিদ শৌভিক নাহারের সঙ্গে দক্ষিণ লন্ডনে বসবাস করেন মণিকর্ণিকা। কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, তিনি আর ব্রিটেনে থাকতে পারবেন না। ব্রিটেন ছেড়ে চলে যাওয়ার জন্য একটি ই-মেল পেয়েছেন মণিকর্ণিকা। তিনি বলেন, ‘ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি। সেখানে ১২ বছর ধরে বাস করছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর থেকে ব্রিটেনে থাকছি। কখনও ভাবিনি আমার সঙ্গে এমন ঘটবে।’


মণিকর্ণিকার আইনজীবী জানান, গবেষণার জন্য ভারতে যাওয়া তার নিজের ইচ্ছায় নয়। শিক্ষাগত প্রয়োজনে এবং প্রাতিষ্ঠানিক বাধ্যবাধকতা পূরণের জন্য তার ভারতে যাওয়া অপরিহার্য ছিল। তা না হলে, তিনি তার গবেষণাপত্র শেষ করতে পারতেন না।


মণিকর্ণিকা ২০১২ সালে সেপ্টেম্বর স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে যান। পরে সেখানেই শৌভিককে বিয়ে করেন এবং স্থায়ী বসবাসের ভিসা পান। দীর্ঘদিন থাকার কারণে গত বছরের অক্টোবরে ব্রিটেনে অনির্দিষ্টকাল বসবাসের আবেদন করেন স্বামী-স্ত্রী দুজনেই। শৌভিকের আবেদন মঞ্জুর হলেও, মণিকর্ণিকার আবেদন খারিজ হয়। 


বিষয়টি নিয়ে প্রশাসনিক পর্যালোচনা করতে পুনরায় তিনি আবেদন করেন। কিন্তু সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করে। বলা হয়, ‘আপনাকে এখনই ব্রিটেন ছেড়ে চলে যেতে হবে। যদি স্বেচ্ছায় যেতে না চান, তবে ১০ বছর ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে।’ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন মণিকর্ণিকা। 


সূত্র: গার্ডিয়ান


এসজেড