ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে মাছ খাওয়ার নিমন্ত্রণ জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে কথা দিয়েছেন, মোদি নিমন্ত্রণ গ্রহণ করলে নিজ হাতে মাছ রান্না করে খাওয়াবেন তিনি।
সোমবার রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর শহরে নির্বাচনী প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মোদি এখন বলে বেড়াচ্ছেন, মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্যাঙের ছাতা খাবে? আপনি জোগাড় করে দিন। যার যা ইচ্ছা, খাবে। যে নিরামিষ ভালবাসে, সে নিরামিষ খাবে। যে আমিষ খায়, সে তা-ই খাবে। এ দেশ আমাদের সকলের। নানা ভাষা নানা মত নানা পরিধান।’
সভামঞ্চ থেকে এ সময় একের পর এক মাছের পদের নাম করেন মমতা। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আমাদের এখানে কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু, আপনি খেয়ে একটু খেয়ে দেখুন না, স্বাদটা কেমন? খেয়ে দেখবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি কাউকে দিয়ে করাব না। নিজে রান্না করব। ছোটবেলা থেকে রান্না শিখেছি, আমি জানি।’
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরামিষভোজী। মাছ-মাংস-ডিম তাই সবসময়েই এড়িয়ে চলেন তিনি। বেশ আগে নবরাত্রী বা শ্রাবণ মাসে মাছ-মাংস খাওয়া এবং তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাকে ‘মোগল মানসিকতা’ বলে কটাক্ষ করেন নরেন্দ্র মোদি। মূলত তার সেই কটাক্ষকেই নিশানা করেছেন তৃণমূল সভানেত্রী। এর আগেও একাধিক প্রচারণা সভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, মানুষ কী খাবে, কী পরবে তা ঠিক করে দিতে চাইছে মোদি সরকার। তিনি আরও অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে মাছ খাওয়া বন্ধ করে দিতে চাইছে বিজেপি।
মোদির উদ্দেশে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বলেন, ‘(মাছ খাওয়ার পরিবর্তে) প্রধানমন্ত্রী যদি আমাকে ধোকলা বা দোসা খেতে বলেন, আমি খাব এবং ভালবেসে খাব। আমার কাছে জাতপাত বলে কিছু নেই।’