ঢাকা | বঙ্গাব্দ

আইনের পূর্ণাঙ্গ প্রয়োগ না থাকায় রাজস্ব আহরণ ব্যাহত: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান জানান, দেশে বর্তমানে ট্যাক্স রিটার্নধারীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ হলেও মাত্র ৪০ লাখ মানুষ নিয়মিত রিটার্ন জমা দিচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ মার্চ, ২০২৫
আইনের পূর্ণাঙ্গ প্রয়োগ না থাকায় রাজস্ব আহরণ ব্যাহত: এনবিআর চেয়ারম্যান ছবি : সংগৃহীত।

আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ না হওয়ায় লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।


সোমবার (১৭ মার্চ) বিকেলে রাজস্ব ভবনে বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অর্থনীতি আলাপন: রাজস্ব ব্যবস্থাপনা ও গণমাধ্যম’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


এনবিআর চেয়ারম্যান জানান, দেশে বর্তমানে ট্যাক্স রিটার্নধারীর সংখ্যা ১ কোটি ১৩ লাখ হলেও মাত্র ৪০ লাখ মানুষ নিয়মিত রিটার্ন জমা দিচ্ছে। অর্থাৎ ৮০ লাখ করদাতা কর রিটার্ন জমা দিচ্ছেন না, যা রাজস্ব আহরণে বড় বাধা সৃষ্টি করছে।


তিনি আরও বলেন, সবার সম্মতি থাকলে ১৯৬৩ সালের সম্পদ কর আইন পুনর্বহাল করার বিষয়ে এনবিআর চিন্তাভাবনা করবে। এই আইনের কার্যকর বাস্তবায়ন কর আদায়ে বৈষম্য দূর করতে সহায়ক হবে বলে মনে করেন তিনি।


thebgbd.com/NA