গ্রেপ্তার ও জামিনের পর এই প্রথম ফ্রান্সের বাইরে পা রাখলেন টেলিগ্রামের সিইও পাভেল দুরভ। গত বছর আগস্ট মাসে প্যারিসের লো বোর্গেট বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন বার্তা আদানপ্রদানের অ্যাপ ‘টেলিগ্রাম’-এর সহ-প্রতিষ্ঠাতা সিইও দুরভ। পরে ৫০ লক্ষ ইউরোর বিনিময়ে জামিন পান। তবে জামিনের শর্ত, তিনি ফ্রান্সের বাইরে যেতে পারবেন না। এএফপি সূত্রে খবর, ‘কয়েক সপ্তাহের জন্য’ ওই কড়াকড়ি শিথিল করেছে ফ্রান্সের আদালত। সোমবার রয়টার্স জানিয়েছে, ফ্রান্স থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন দুরভ। বর্তমানে তিনি রয়েছেন দুবাইয়ে।
দুরভের বিরুদ্ধে সংগঠিত অপরাধে জড়িত থাকার ‘প্রাথমিক অভিযোগ’ এনেছে ফ্রান্সের তদন্তকারী সংস্থা। অ্যাপটির মাধ্যমে কিছু অপরাধীচক্র মাদক পাচার, শিশু পর্নোগ্রাফিসহ বেশ কিছু অপরাধমূলক কাজকর্ম চালিয়েছে বলে অভিযোগ। তদন্তকারীদের অভিযোগ, এসব অপরাধমূলক কার্যকলাপ ঠেকাতে ব্যর্থ হয়েছেন টেলিগ্রামের সিইও। সোমবার দুবাই থেকে দুরভ জানান, ‘কিছু অপরাধী টেলিগ্রাম ব্যবহার করেন বলে তদন্তের প্রয়োজনে বেশ কয়েক মাস ফ্রান্সে থাকতে হয়েছে। প্রক্রিয়া এখনও চলছে। তবে ঘরে ফিরতে পেরে ভাল লাগছে।’
৩৯ বছর বয়সি রুশ বংশোদ্ভূত পাভেল থাকেন দুবাইয়ে। রাশিয়া, ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশের পাসপোর্ট রয়েছে তার। রুশ সরকারের সঙ্গে পাভেলের বিরোধ অনেক দিনের। ‘টেলিগ্রাম’ অ্যাপের তথ্যভান্ডার রুশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় পাভেলকে। সেই চাপের হাত থেকে বাঁচতে ২০১৪ সালে রাশিয়া থেকে দুবাই চলে যান। সেখান থেকেই অ্যাপ পরিচালনা করতেন তিনি।
ব্যক্তিগত বিমানে গত বছর ২৪ আগস্ট প্যারিসের লো বোর্গেঁ বিমানবন্দরে নামতেই ফরাসি পুলিশের হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তারের চারদিন পর ২৮ আগস্ট জামিন পান। তবে জামিনে আদালত শর্ত জুড়ে দেয় ফ্রান্স ছাড়তে পারবেন না তিনি এবং সপ্তাহে দুদিন থানায় হাজিরা দিতে হবে।
সূত্র: রয়টার্স
এসজেড