ঢাকা | বঙ্গাব্দ

সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০২৫
সেনাপ্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সাক্ষাৎ ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) সেনাসদরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কোন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়।


এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন।



thebgbd.com/NA