নেককার ও সৎ সন্তান লাভের জন্য কুরআন ও হাদিসে কিছু দোয়া উল্লেখ আছে। নিম্নে গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়া দেওয়া হলো—
হজরত ইব্রাহিম (আ.)-এর দোয়া: رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
অর্থ: "হে আমার রব! আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন সন্তান দান করুন।" (সূরা আস-সাফফাত: 100)
হজরত জাকারিয়া (আ.)-এর দোয়া: رَبِّ لَا تَذَرْنِي فَرْدًا وَأَنتَ خَيْرُ الْوَارِثِينَ
অর্থ: "হে আমার প্রতিপালক! আমাকে একা রেখো না, আর তুমি তো শ্রেষ্ঠ উত্তরাধিকারী।" (সূরা আল-আম্বিয়া: 89)
সন্তানের নেককার হওয়ার দোয়া: رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
অর্থ: "হে আমার রব! আমাকে নামাজ কায়েমকারী করো এবং আমার সন্তানদের মধ্য থেকেও; হে আমাদের রব, আমাদের দোয়া কবুল করো।" (সূরা ইবরাহিম: 40)
এই দোয়াগুলো বেশি বেশি পড়ে আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য প্রার্থনা করা উচিত।
thebgbd.com/NA