ঢাকা | বঙ্গাব্দ

ভিজিএফ কার্ড দাবি করায় বহিষ্কৃত কুড়িগ্রামের ছাত্র আন্দোলন নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া (২০) সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ, ২০২৫
ভিজিএফ কার্ড দাবি করায় বহিষ্কৃত কুড়িগ্রামের ছাত্র আন্দোলন নেতা ছবি : সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সদস্য মো. রিয়াদ মিয়া (২০) সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হয়েছেন। চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও সদস্যদের কাছে ৩’শটি ভিজিএফ কার্ড দাবি করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর এই তথ্য নিশ্চিত করেছেন।


কী ঘটেছিল?


১১ মার্চ থানাহাট ইউনিয়ন পরিষদে ভিজিএফ কার্ড সংক্রান্ত এক সভায় উপস্থিত হয়ে রিয়াদ মিয়া নিজেকে চিলমারীর সমন্বয়ক পরিচয় দেন এবং ৩’শটি ভিজিএফ কার্ড দাবি করেন। তার এ দাবির পরিপ্রেক্ষিতে প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।


প্যানেল চেয়ারম্যান সাইয়েদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রিয়াদ মিয়া পরিষদের বরাদ্দকৃত ভিজিএফ কার্ড থেকে ৩’শ কার্ড দাবি করেছিলেন।


বিষয়টি যাচাই করতে ১৮ মার্চ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ঘটনাস্থলে যান এবং অভিযোগের সত্যতা পান। পরে সংগঠন রিয়াদ মিয়াকে জেলা কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করে।


সংগঠনের বক্তব্য


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর বলেন, "আমাদের সংগঠন কখনোই অনিয়ম, চাঁদাবাজি বা টেন্ডারবাজিকে প্রশ্রয় দেয়নি এবং ভবিষ্যতেও দেবে না। কেউ যদি সংগঠনের নাম ব্যবহার করে অপকর্মে লিপ্ত হয়, তবে তার দায় সংগঠন নেবে না। রিয়াদকে সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয়েছে।"


এদিকে, বহিষ্কৃত রিয়াদ মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


thebgbd.com/NA