ঢাকা | বঙ্গাব্দ

ধূমপায়ীদের জন্য সুখবর

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কর বাড়ানো হবে না।
  • নিজস্ব প্রতিবেদক | ১৯ মার্চ, ২০২৫
ধূমপায়ীদের জন্য সুখবর ছবি : সংগৃহীত।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের ওপর নতুন করে কর বাড়ানো হবে না।


বুধবার (১৯ মার্চ) এনবিআরের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।


এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন, দেশে সিগারেটের তুলনায় বিড়ির ওপর করহার তুলনামূলক কম। এ প্রসঙ্গে তিনি জানান, বাজারে নকল বিড়ির উৎপাদন ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এই অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত বিড়ি মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এছাড়া রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ভ্যাট সংগ্রহ কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছাচ্ছে না, কারণ ভোক্তারা কেনাকাটার পর ভ্যাট চালান গ্রহণ করছেন না। এ সমস্যা সমাধানে এনবিআর একটি নতুন উদ্যোগ নিতে যাচ্ছে, যেখানে ভ্যাট চালান সংগ্রহকারী গ্রাহকদের জন্য ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কারের লটারি চালু করা হবে।


এই উদ্যোগের মাধ্যমে ভ্যাট সংগ্রহে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।


thebgbd.com/NA