ঢাকা | বঙ্গাব্দ

‘পুতিন খেলছেন’

জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘পুতিন একটা খেলা খেলছেন।’
  • অনলাইন ডেস্ক | ১৯ মার্চ, ২০২৫
‘পুতিন খেলছেন’ ভ্লাদিমির পুতিন।

মস্কো সাময়িকভাবে জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে রাজি হওয়ার কয়েক ঘণ্টা পর ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে রুশ হামলার খবর প্রকাশের পর বুধবার জার্মানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ‘খেলা খেলার’ অভিযোগ করেছে। বার্লিন থেকে এএফপি আজ এই খবর জানায়।


জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস একটি টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা দেখেছি, পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই যুগান্তকারী, দুর্দান্ত ফোনালাপের পর প্রথম রাতেই বেসামরিক অবকাঠামোর ওপর আক্রমণ মোটেও কমেনি। পুতিন একটা খেলা খেলছেন।’ পিস্টোরিয়াস আরো বলেছেন, ‘বিশ্বের অন্যতম বৃহৎ জাতির প্রতি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব রয়েছে এবং আমি নিশ্চিত, এমন একটি সময় আসবে যখন তাকে প্রতিক্রিয়া জানাতে হবে’।


মঙ্গলবার ট্রাম্পের সাথে ৯০ মিনিটের কথোপকথনে, পুতিন ৩০ দিনের জন্য জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য একটি ছোটখাটো প্রতিশ্রুতিতে সম্মত হন। কিন্তু ইউক্রেনের সঙ্গে তিন বছরের যুদ্ধে পূর্ণ যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন। নতুন হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে মার্কিন-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব কার্যকরভাবে প্রত্যাখ্যান করার অভিযোগ করেছেন।


পিস্টোরিয়াস বলেছেন, জ্বালানি লক্ষ্যবস্তুতে আক্রমণ বন্ধে পুতিনের প্রতিশ্রুতি ‘মূলত কিছুই নয়’ কারণ ইউক্রেনের এই ধরনের অবকাঠামো এরই  মধ্যে ‘সর্বোত্তম সুরক্ষিত’। মন্ত্রী ক্রেমলিনের এই জোরকে ‘অগ্রহণযোগ্য’ বলেও বর্ণনা করেছেন। পুতিন চেয়েছেন, শান্তির জন্য একটি ‘মূল শর্ত’ হবে ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত সেনাবাহিনীকে পশ্চিমা সামরিক ও গোয়েন্দা সহায়তা সম্পূর্ণভাবে বন্ধ করা।


পিস্টোরিয়াস বলেছেন, ‘এটি খুবই স্বচ্ছ’, ‘পুতিনের লক্ষ্য ছিল কিয়েভের সমর্থকদের ‘ইউক্রেনকে আরো সমর্থন করা এবং যুদ্ধবিরতির সময় বা পরে যদি আরেকটি আক্রমণ হয় তবে এটিকে সত্যিকার অর্থে আত্মরক্ষার জন্য সক্ষম করা’ থেকে বিরত রাখা। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া বেসামরিক অবকাঠামো যেমন ইউক্রেনের হাসপাতাল  লক্ষ্য করে হামলা চালিয়েছে।


এছাড়া মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে রাশিয়ান নেতা কার্যত একটি ব্যাপক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছেন বলেও অভিযোগ করেন জেলেনস্কি। ফোনালাপে পুতিন ট্রাম্পকে বলেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কেবল তখনই কার্যকর হবে যদি ইউক্রেনের মিত্ররা সামরিক সহায়তা দেয়া বন্ধ করে দেয়। তবে এই শর্তটি ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা আগে প্রত্যাখ্যান করেছে।


সূত্র: এএফপি


এসজেড