ঢাকা | বঙ্গাব্দ

বিশাল শোডাউন করে মোদির মনোনয়নপত্র জমা

কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে মুসলিমদের টার্গেট করেছেন। গত রোববার পশ্চিমবঙ্গে প্রচারে গিয়েও হিন্দু-মুসলিম বিভাজনের তাস খেলেছেন। নিশানা করেছেন মুসলিমদের।
  • | ১৪ মে, ২০২৪
বিশাল শোডাউন করে মোদির মনোনয়নপত্র জমা বারাণসীতে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে চলছে লোকসভা নির্বাচন। সাত দফার নির্বাচনের মধ্যে ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের বারাণসীতে আজ মঙ্গলবার নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের বিজেপি প্রার্থী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নির্বাচনী এলাকা থেকেই টানা তৃতীয় মেয়াদে জয়ী হতে চাইছেন তিনি। খবর এনডিটিভির।

এ উপলক্ষে সোমবার বিকালে ৬ কিলোমিটার সুবিশাল শোভাযাত্রা বের করা হয় বিজেপির পক্ষ থেকে। আর সেই রোড শো থেকে আবারও ক্ষমতায় গেলে শহরের সামগ্রিক উন্নয়নের জন্য আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মোদি লিখেছেন, ‘আমি অভিভূত এবং আবেগপ্রবণ! তোমার স্নেহের ছায়ায় কীভাবে ১০ বছর কেটে গেল তা আমি বুঝতেও পারিনি। আমি বলেছিলাম, মা গঙ্গা আমাকে ডেকেছিল। আজ মা গঙ্গা নে মুঝে গোদ লে লিয়া হ্যায় (আজ মা গঙ্গা আমাকে কোলে নিয়ে নিয়েছেন)।’

মঙ্গলবার কাল ভৈরবের মন্দিরে পূজা দিয়ে মনোনয়নপত্র জমা দেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে সোমবার বারাণসীতে আয়োজন করা হয় বিশাল শোভাযাত্রার।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদির। সোমবার বিকেলেই তিনি বারাণসী পৌঁছে যান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে একটি রোড শোতেও অংশ নেন তিনি।

এরপর মঙ্গলবার সকাল থেকে শুরু করেন মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি। সাড়ে নয়টার দিকে দশাশ্বমেধ ঘাটে গিয়ে পুজা দেন মোদি। এদিন সকালেই কাশীর স্মৃতি বিজড়িত একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে লেখেন, ‘কাশীর সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য। সেটা ভাষায় বর্ণনা করা যায় না।’

দশাশ্বমেধ ঘাট থেকে বিখ্যাত কাল ভৈরবের মন্দিরে যান মোদি। সকাল সোয়া দশটায় সেখানে পুজা দিয়ে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ এনডিএ দলগুলোর প্রধানরা।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে থাকা পণ্ডিত মদনমোহন মালব্যর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শোভাযাত্রা শুরু করেন নরেন্দ্র মোদি। এ সময় তার সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরে এই শোভাযাত্রায় যোগ দেন রাজ্য বিজেপির সভাপতি ভূপেন্দ্র চৌধুরী।

বারাণসীর মানুষরা বলছেন, জীবনে কোনোদিন এত বড় শোভাযাত্রা বারাণসীর মাটিতে দেখেননি তারা।

শোভাযাত্রা শুরুর পর ফুলের পাপড়ি ছিটানো হয়। একবার তা শুরু হওয়ার পর আর থামেনি টানা ৬ কিলোমিটার একই দৃশ্যের সাক্ষী থেকেছেন সবাই। লাখ লাখ আলো জ্বলে উঠে এর প্রতিফলন গঙ্গা নদীতে পড়ার পর অদ্ভুত সুন্দর এক দৃশ্য তৈরি হয়েছিল। চারিদিকে বাজছিল অসংখ্য ঢাক, ফাটছিল বাজি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সানাই বাজিয়েছেন প্রয়াত ওস্তাদ বিসমিল্লা খানের পরিবারের সদস্যরা। ৬ কিলোমিটারজুড়ে হওয়া এই শোভাযাত্রার রাস্তায় দুধারে দাঁড়ায় স্কুলের মেয়েরা।

শোভাযাত্রায় অংশ নেয়া নরেন্দ্র মোদির সমর্থকরা 'প্রতি মনে রয়েছে মোদি' লেখা টিশার্ট পরে ছিলেন। তাতে লেখা ছিল 'আমার কাশী, আমার মোদি' স্লোগানও।

প্রধানমন্ত্রী মোদির মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার এই শোভাযাত্রা দেখতে বাড়িগুলির বারান্দা থেকে উপচে পড়ে ভিড়। প্রচুর মানুষ বাড়ির ছাদে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী মোদিকে একঝলক দেখার জন্য। ইতিহাস সৃষ্টিকারী এই শোভাযাত্রাটি শেষ হয় কাশী বিশ্বনাথ ধামে গিয়ে। তারপর মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে কাল ভৈরব মন্দিরে পূজা দেয়ার পর মনোনয়নপত্র জমা দেন নরেন্দ্র মোদি।

উল্লেখ্য, এই আসন থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন মোদি। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আজ ফের নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামছেন তিনি।

অবশ্য গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে মুসলিমদের টার্গেট করেছেন। গত রোববার পশ্চিমবঙ্গে প্রচারে গিয়েও হিন্দু-মুসলিম বিভাজনের তাস খেলেছেন। নিশানা করেছেন মুসলিমদের। কিন্তু নিজের নির্বাচনী আসনের রোড-শো’তে ‘সবকা সাথ’ বার্তা দিতে ভোলেননি।