কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক কিশোরীকে ১৮ দিন ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম ক্যাম্প সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ সময় ভুক্তভোগী কিশোরীকে পুলিশ হেফাজতে দিয়েছে সেনাবাহিনী।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট জেলার সদর উপজেলায় গকুন্ডা ইউনিয়নের চড়গকুন্ডা গ্রামের বাসিন্দা মৃত টেংরা মামুদের ছেলে ফজলুল হক (৪৮) গত ২মার্চ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ওই কিশোরীকে তুলে নিয়ে যায়। তখন থেকে কিশোরীকে ১৯ মার্চ পর্যন্ত ফজলুল হক নিজ বাড়িতে আটকে রেখে শারীরিক নির্যাতন করে এবং শারীরিক সম্পর্কের ভিডিও ধারণসহ ছবি তুলে রাখার অভিযোগ উঠেছে। বিষয়টি সামাজিক মাধ্যমসহ লোকমুখে ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সেনবাহিনী ক্যাম্প অভিযান পরিচালনা করে। এ সময় সেনাবাহিনীর সহায়তায় মেয়েটিকে উদ্ধার করে রাজারহাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পরে ফজলুল হক ও তার স্ত্রী। এ সময় ফজলুল হকের বাড়ি থেকে ২টি করে ছুরি, দা কাচি এবং ১টি এসএস পাইপ উদ্ধার করে।
কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী বলেন, আমার গ্রামে এক কিশোরীকে ট্রাকচালক ফজলুল হক অপহরণ করে টানা ১৮দিন ধর্ষণ করেছে। গতকাল রাতে ভুক্তভোগী কিশোরী কোনো রকমে পালিয়ে আসে এবং এক বাড়িতে আশ্রয় নেয়। কিশোরীর মুখে ঘটনা শুনে এলাকাবাসী ফজুলল হকের বাড়ি ঘেরাও করে। পরে ফজলুল হক ও তার স্ত্রী পালিয়ে যায়।
ভুক্তভোগী কিশোরী জানায়, দীর্ঘদিন ধরে ফজলুল হক ও তার স্ত্রী আমাকে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছে। আমি রাজি না হওয়ায় তারা আমাকে তুলে নিয়ে যায়। এরপর আমাকে ধর্ষণ করে। এই ঘটনা বাইরে প্রকাশ করলে তারা আমার সাথে শারীরিক সম্পর্কের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আমি এর বিচার চাই।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিন বলেন, মেয়েটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তবে ঘটনাস্থল লালমনিরহাট জেলায়। লালমনিরহাট পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
thebgbd.com/NA