ঢাকা | বঙ্গাব্দ

আমিরাতে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৫ ভারতীয়

আমিরাতে আরও ২৫ জন ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে তাদের ফাঁসি কার্যকর হওয়া এখনও বাকি।
  • অনলাইন ডেস্ক | ২১ মার্চ, ২০২৫
আমিরাতে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৫ ভারতীয় মৃত্যুদণ্ডের অপেক্ষায় ২৫ ভারতীয়।

সংযুক্ত আরব আমিরাতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। ফেব্রুয়ারিতে আমিরাতে একই দিন তিন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। প্রথম প্রকাশ্যে আসে উত্তরপ্রদেশের শাহজাদি খানের ফাঁসির কথা। তার পরে রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল নামে কেরালার দুই তরুণেরও মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা জানা যায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানিয়েছেন, আরও ২৫ৎ ভারতীয়র মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে বর্তমানে মোট ১০,১৫২ জন ভারতীয় কারাবন্দি রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য দেওয়ার সময়ে নির্দিষ্ট ভাবে আটটি দেশের কথা জানান কীর্তিবর্ধন। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন আমিরাতে। এছাড়া সৌদি আরবে ১১ জন, মালয়েশিয়াতে ছয়জন, কুয়েতে তিনজন এবং ইন্দোনেশিয়া, কাতার, যুক্তরাষ্ট্র ও ইয়েমেনে একজন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে।


মন্ত্রী জানান, কুয়েত এবং সৌদিতে ২০২৪ সালে তিনজন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৩ সালে কুয়েত এবং সৌদিতে পাঁচজন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ ছাড়া ২০২৩ সালে মালয়েশিয়ায় একজন এবং ২০২৪ সালে জিম্বাবুয়েতে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাত প্রশাসন কোনও তথ্য ভারতকে দেয়নি। সে দেশে ভারতীয় দূতাবাসের কাছে থাকা তথ্য অনুসারে, গত পাঁচ বছর সেখানে কোনও ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।


সূত্র: পিটিআই


এসজেড