ঢাকা | বঙ্গাব্দ

কনডেম সেল বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তে আসকের সাধুবাদ

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট।
  • | ১৪ মে, ২০২৪
কনডেম সেল বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তে আসকের সাধুবাদ ফাইল ছবি

মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দি রাখা অবৈধ ও বেআইনি ঘোষণা করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।


আসকের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে না রাখার রায়ের মাধ্যমে আসামিদের প্রতি মানবিক আচরণ করা হবে। আইন ও সালিশ কেন্দ্র মনে করে সুনির্দিষ্ট এই রায়ে অনন্য নজির স্থাপন করেছেন উচ্চ আদালত। এজন্য আইন ও সালিশ কেন্দ্র আন্তরিক সাধুবাদ জানায়।


২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। ওই রিট শুনানি করে ২০২২ সালের ৫ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট।


গত ১৩ মে বিচারপতি শেখ হাসান আরিফ ও মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল, রিভিউ, রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার ধাপগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে কনডেম সেলে রাখা যাবে না।


একইসঙ্গে বর্তমানে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে সারা দেশে যত আসামিকে কনডেম সেলে রাখা হয়েছে তাদের দুই বছরের মধ্যে ক্রমান্বয়ে সাধারণ সেলে রাখতে হবে বলেও জানায় উচ্চ আদালত।

 

আদালত আরও বলেছে, তবে বিশেষ কারণে (স্বাস্থ্যগত কারণ, সংক্রামক রোগ) কোনো ব্যক্তিকে নির্জন কক্ষে রাখতে পারবে কারা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে ওই ব্যক্তির উপস্থিতিতে শুনানি হতে হবে।