ঢাকা | বঙ্গাব্দ

৫ কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী রাজধানীতে গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ২২ মার্চ, ২০২৫
৫ কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী রাজধানীতে গ্রেপ্তার ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৫ কোটি টাকার ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি নতুন গাড়িও জব্দ করা হয়েছে।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপপরিচালক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের কাছ থেকে মোট ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা।


তিনি আরও জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।


thebgbd.com/NIT