ফুটবল মাঠে রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে দলের সকল ফুটবলাররা ছুটে যায় তার দিকে। রেফারিকে ঘিরে ধরে তর্কে জড়ান অনেকেই। এমন অবস্থায় বিপাকে পড়ে রেফারি। তবে আসন্ন ইউরোতে স্বস্তি মিলছে রেফারিদের। ম্যাচ চলাকালে রেফারির সঙ্গে কেবল অধিনায়কই কথা বলতে পারবেন। মঙ্গলবার (১৪ মে) এক খোলা চিঠিতে এমনটাই জানিয়েছেন উয়েফার রেফারিংয়ের ম্যানেজিং ডিরেক্টর রবার্তো রোজেত্তি।
এছাড়াও ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তের বিপরীতে কোনো দলের অধিনায়ক ছাড়া অন্য কোনো খেলোয়াড় তার সঙ্গে কথা বলতে যান বা রেফারিকে অসম্মান করেন, তাহলে ওই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো হবে।
খোলা চিঠিতে রোজেত্তি বলেছেন, ‘আধুনিক খেলায় রেফারি হওয়া খুব কঠিন। মাঝমাঠের অফিশিয়াল প্রতি ম্যাচে কঠিন ও মাঝেমধ্যে বিতর্কিত পরিস্থিতিতে বিশাল চাপের অধীনে ২০০ থেকে ২৫০টি সিদ্ধান্ত নেয়, মানে প্রতি ২২ সেকেন্ডে একটি করে। আর সেগুলোর প্রতিটি ভক্ত ও বিশেষজ্ঞদের দৃষ্টিতে ভিন্ন রকম হয়ে ধরা দেয়।’
রোজেত্তি আরও বলেছেন, ‘তারা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছ থেকে অনেক তথ্য পায় এবং আমরা খেলোয়াড় ও কোচদের সঙ্গে কথা বলে এসবের বিস্তারিত জানাতে প্রস্তুত আছি, যাতে তারা বুঝতে পারে কীভাবে সিদ্ধান্তটা নেয়া হয়েছে।’
ইউরোর সকল কোচ ও খেলোয়াড়রা উয়েফার নেয়া এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলে নিশ্চিত করেছেন রবার্তো রোজেত্তি। তিনি বলেন, ‘আপনাকে ঘিরে ধরা ২২ জন খেলোয়াড়ের সঙ্গে সিদ্ধান্তের ব্যাখ্যা দেয়া একজন রেফারির জন্য অসম্ভব। এটা যোগাযোগে ব্যঘাত ঘটায়।’
এদিকে কোনো দলের অধিনায়ক যদি গোলরক্ষক হয়, তাহলে দলের পক্ষ থেকে একজন খেলোয়াড়কে মনোনীত করতে হবে, তিনি রেফারির সঙ্গে কথা বলবেন।