ঢাকা | বঙ্গাব্দ

গৃহকর্মীর বিয়েতে গেলেন সৌদির মালিক

রিয়াদ জানিয়েছেন, মিরি আবারও সৌদিতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনিও কথা দিয়েছেন, মিরির জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেবেন।
  • | ১৪ মে, ২০২৪
গৃহকর্মীর বিয়েতে গেলেন সৌদির মালিক মিরিকে তার স্বামীর হাতে তুলে দিচ্ছেন রিয়াদ আল আত্তিয়া

নিজ বাড়ির গৃহকর্মীর বিয়েতে যোগ দিতে সৌদি আরব থেকে ইন্দোনেশিয়ায় গেছেন সৌদির এক যুবক। মিরি নামের ওই গৃহর্কমী তার বাড়িতে দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তাকে ছোটবেলা থেকে বড় করার পাশাপাশি তার মায়েরও সেবাযত্ন করতেন এই গৃহকর্মী।

রিয়াদ আল আত্তিয়া নামের যুবকটি তার বাড়ির গৃহকর্মী মিরির বিয়েতে যোগ দেন সৌদির ঐতিহ্যবাহী পোশাক বিস্ত পরে। তিনি মিরিকে হাত ধরে মঞ্চে নিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মিরিকে তার স্বামীর হাতে তুলে দিচ্ছেন রিয়াদ আল আত্তিয়া। ওই সময় মিরি রিয়াদের হাতে চুমু দেন এবং রিয়াদ তাকে একটি ফুলের তোড়া উপহার দেন।

রিয়াদ মিরির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার সঙ্গে মিরির সম্পর্ক সাধারণের চেয়ে বেশি। বিষয়টি হলো আমার জীবনে তার যে অবদান রয়েছে সেটিকে স্বীকার করে নেওয়া। আমাকে বড় করে তোলা থেকে শুরু করে আমার মায়ের সেবা যত্ন করেছেন তিনি। আমরা তার কাছে ঋণী। তাকে খুশি করতে একটু চেষ্টা করা… যেভাবে সে আমাদের পরিবারে আনন্দ এনেছে।”

রিয়াদ শুধু তার গৃহকর্মীর বিয়েতেই যোগ দেননি, সঙ্গে স্বর্ণালঙ্কার এবং ১০ হাজার রিয়াল উপহারও দিয়েছেন তিনি।

রিয়াদ জানিয়েছেন, মিরি আবারও সৌদিতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এবং তিনিও কথা দিয়েছেন, মিরির জন্য একটি বাড়ির ব্যবস্থা করে দেবেন।

সূত্র: গালফ নিউজ