ঢাকা | বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে শহীদ ৭ পরিবারকে তারেক রহমানের সহায়তা

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৭ পরিবারকে আর্থিক অনুদান পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২৫
মুন্সিগঞ্জে শহীদ ৭ পরিবারকে তারেক রহমানের সহায়তা ছবি : সংগৃহীত।

মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৭ পরিবারকে আর্থিক অনুদান পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


ঈদুল ফিতরকে সামনে রেখে আজ রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার উপজেলা বিএনপির কার্যালয়ে শহীদদের পরিবারের মাঝে ওই আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।


এসময় আন্দোলনে শহীদ পঞ্চসার ইউনিয়নের চাম্পাতলা গ্রামের বিএনপির কর্মী হাদিস আলী, মিরকাদিম পৌরসভার মুরমা এলাকার পৌর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শাওন ও একই এলাকার যুবদল কর্মী আকবর হোসেনের পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।


এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মিরকাদিম পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহরিক চৌধুরী মানিক, শহরের উত্তর ইসলামপুর এলাকার বিএনপি কর্মী সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নুর মোহাম্মদ ওরফে ডিপজলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


আর্থিক সহায়তা প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, জেলা যুবদলের আহবায়ক দেওয়ান মো. মজিবুর রহমান, সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানা, শহর যুবদলের সদস্য সচিব রায়হান কবির প্রমুখ।



thebgbd.com/NA