একটি ভিসা দিয়েই যদি উপসাগরীয় অঞ্চলের ৬টি দেশ ভ্রমণ করা যেত! হ্যাঁ, পর্যটকদের জন্য তেমনই এক সুযোগ দিতে চালু হচ্ছে ‘জিসিসি ট্যুরিস্ট ভিসা’ বা ‘জিসিসি গ্রান্ড ট্যুর’। এরইমধ্যে ট্র্যাভেল এজেন্সিগুলো বিভিন্ন প্যাকেজও সাজিয়ে ফেলেছে। খবর খালিজ টাইমস।
ইউরোপীয় দেশগুলোতে ভ্রমণের জন্য যেমন ‘শেনজেন ভিসা’, তেমনিই উপসাগরীয় দেশগুলোতে ভ্রমণের জন্য একক ভিসা ‘জিসিসি ট্যুরিস্ট ভিসা’ বা ‘জিসিসি গ্রান্ড ট্যুর’ চালু হতে যাচ্ছে চলতি বছরের শেষ নাগাদ।
এই ভিসায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন ও ওমান ভ্রমণের সুযোগ থাকবে। এর আওতায় ৪ থেকে ৫ হাজার দিরহামের একটি প্যাকেজে তিন দেশে ভ্রমণ, দুই রাত যাপন ও দর্শনীয় স্থানগুলোতে পরিদর্শনের সুযোগ রয়েছে।
এ ভিসা চালু হলে উপসাগরীয় দেশগুলোর পর্যটনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন ঘটাবে বলে মনে করেন ট্রাভেল টেকনলোজি কোম্পানি এক্সপেডিয়ার গ্লোবাল মার্কেট ভাইস-প্রেসিডেন্ট রেহান আসাদ।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে আরব আমিরাত ও সৌদি আরবকে অগ্রাধিকারে রেখে প্যাকেজ সাজানোর কথা জানিয়েছেন তিনি। প্যাকেজগুলো এমনভাবে করা হবে যাতে সুবিধা বেছে নেওয়ার সুযোগ থাকবে।
রেহান আসাদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের মানুষ সৌদি আরব ও ওমান ভ্রমণ করতে পছন্দ করে। বিপরীতে এ দুটি দেশের মানুষ আরব আমিরাত ভ্রমণ করতে ভালোবসে। তাই এই নতুন ভিসা আন্তঃদেশীয় ভ্রমণ ও পর্যটনকে আরও বাড়াবে।