অবৈধ অভিবাসীদের তাড়ানোর বিষয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনটাই বলা করা হয়েছে যুক্তরাষ্ট্রের অভ্য়ন্তরীণ নিরাপত্তা (হোমল্যান্ড সিকিউরিটি) বিভাগের এক প্রতিবেদনে। সেখানে বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র থেকে অবৈধবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর পরিসংখ্যান দেওয়া হয়েছে। কেন বাইডেনের আমলে বেশি সংখ্যক মানুষকে ফেরত পাঠানো হয়েছে, তার কারণও ব্যাখ্যা করেছে হোয়াইট হাউস।
ট্রাম্পের দ্বিতীয় ধাপে শুরু থেকে অবৈধবাসী ফেরত পাঠানো চর্চায় রয়েছে। কিন্তু পরিসংখ্যান অন্য কথা বলছে। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার প্রথম মাসে মোট ৩৭ হাজার ৬৬০ জন অবৈধবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়েছেন। বাইডেন ক্ষমতায় থাকাকালীন শেষ বছরে এই ধরনের বিতাড়নের মাসিক গড় ৫৭ হাজার। ট্রাম্পের প্রথম মাসের তুলনায় প্রায় ২০ হাজার বেশি।
এ প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানান, বাইডেনের সময়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ অনেক বেশি ছিল। সেই কারণেই তাদের বিতাড়নের সংখ্যাও বেশি। তবে আগামী দিনে ট্রাম্প আরও বেশি সংখ্যক অবৈধবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়া করতে চলেছেন বলে মনে করা হচ্ছে।
নির্বাচনের আগে প্রচারে ট্রাম্প অন্যতম হাতিয়ার করেন অবৈধ অনুপ্রবেশ সমস্যাকে। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় এলে অবৈধবাসীকে তাড়াবেন যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন মুলুকে ইতিহাস তৈরি করবেন বলে জানান ট্রাম্প। ক্ষমতায় এসে সেই কাজ তিনি শুরুও করে দিয়েছেন। হোয়াইট হাউসের ব্যাখ্যা, বাইডেনের সময়কালে শেষ বছরে বহু মানুষ অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে সীমান্তে ধরা পড়েছেন। তাই তাদের দেশে ফেরত পাঠানো ছিল সহজ। সেই কারণেই বাইডেনের পরিসংখ্যান এ ক্ষেত্রে বেশি।
সূত্র: স্কাই নিউজ
এসজেড