ঢাকা | বঙ্গাব্দ

রাজনৈতিক দলগুলোকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের আহ্বান তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ মার্চ, ২০২৫
রাজনৈতিক দলগুলোকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের আহ্বান তারেক রহমানের ছবি : সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের সমর্থনের কারণেই স্বৈরাচারী শক্তি বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন সময় এসেছে জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলার এবং তাদের স্বার্থে কাজ করার।


রবিবার রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, "দুই বছর আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছি। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে ভোটের ব্যবস্থা পুনর্গঠনসহ সব সেক্টরকে মেরামত করতে হবে।"


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।



thebgbd.com/NA