ঢাকা | বঙ্গাব্দ

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। তবে তেল আবিবের এই ঘাঁটির অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা কম।
  • | ১৪ মে, ২০২৪
ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন তেল আবিবের হাসোমোর ঘাঁটির গুদামে আগুন

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, হাসোমোর ঘাঁটির গুদামে আগুন লেগেছে। যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয়।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, আগুন নেভাতে বর্তমানে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি দল।

তবে কীভাবে সেখানে আগুন লাগল সে ব্যাপারে কিছু জানা যায়নি।

ক্রাইসিস২৪ নামের অপর এক সংবাদমাধ্যম জানিয়েছে, এই আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে আগুনের কারণে সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হতে পারে।

৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের পর থেকে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস। তবে তেল আবিবের এই ঘাঁটির অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা কম।

কারণ ইসরায়েলের এসব ঘাঁটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা দিয়ে সুরক্ষিত। হামাসের ছোড়া রকেট অথবা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর সম্ভাবনা নেই। এছাড়া লেবানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সেখানে হামলা চালিয়েছে এমন তথ্যও জানা যায়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল