ঢাকা | বঙ্গাব্দ

মামলায় খালাস দ. কোরিয়ার বিরোধী নেতা

লি জে-মিয়ং বলেন, সত্য ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে একটি সুষ্ঠু রায় দেওয়ার জন্য আদালতের প্রতি কৃতজ্ঞ।
  • অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০২৫
মামলায় খালাস দ. কোরিয়ার বিরোধী নেতা দলীয় নেতাদের সঙ্গে লি জে-মিয়ং।

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতা লি জে-মিয়ং বুধবার বলেছেন যে, নির্বাচনী আইন লঙ্ঘনের মামলায় আদালত তাকে খালাস দিয়েছে। এর ফলে ভবিষ্যতের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার পথ তার জন্য সুগম হলো। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


বিরোধীদলীয় নেতা লি জে-মিয়ং বলেন, সত্য ও ন্যায়বিচারের ওপর ভিত্তি করে একটি সুষ্ঠু রায় দেওয়ার জন্য আদালতের প্রতি কৃতজ্ঞ। তিনি আদালতের বাইরে উল্লাসিত সমর্থকদের সামনে বলেন, আমার বিরুদ্ধে মামলা করার চেষ্টা করে জনসাধারণের সম্পদ নষ্ট করার জন্য সরকারকে নিন্দা জানাচ্ছি।


সূত্র: এএফপি


এসজেড