অতিরিক্ত ভাড়া আদায় এবার ভাড়া ডাকাতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের পরিবর্তন হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ হয়নি। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদ যাত্রায় বিভিন্ন গণপরিবহনে প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, এই অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির রূপ নিতে পারে।
সংবাদ সম্মেলন চলাকালীন কিছুটা হট্টগোলের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত তা সম্পন্ন হয়।
thebgbd.com/NIT