ঢাকা | বঙ্গাব্দ

নিরাপদ থাকবে পণ্যবাহী জাহাজ

হোয়াইট হাউস জানিয়েছে, রিয়াদে বৈঠকের পর স্থির হয়েছে, কৃষ্ণ সাগরে নিরাপদে নৌচলাচল নিশ্চিত করবে রাশিয়া এবং ইউক্রেন।
  • অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০২৫
নিরাপদ থাকবে পণ্যবাহী জাহাজ রুশ যুদ্ধজাহাজ

সৌদি আরবে মঙ্গলবার শেষ হওয়া তৃতীয় পর্যায়ের বৈঠকে আলোচনার পর কৃষ্ণ সাগরে পণ্যবাহী জাহাজে সামরিক হামলা না চালানোর শর্তে রাজি হয়েছে রাশিয়া এবং ইউক্রেন। হোয়াইট হাউস জানিয়েছে, দুই দেশই কৃষ্ণ সাগরে নিরাপদে নৌচলাচল নিশ্চিত করতে এবং সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার বন্ধ করতে সম্মত হয়েছে।


ইউক্রেন আগেই জানিয়েছে, কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজের অবাধ চলাফেরা কৃষ্ণ সাগর চুক্তির লঙ্ঘনকারী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরকারের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেন, ‘যদি রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরের পূর্ব অংশ থেকে সরে না যায়, তা হলে ইউক্রেনেরও আত্মরক্ষার অধিকার প্রয়োগের পূর্ণ অধিকার থাকবে।’ 


তবে হোয়াইট হাউস জানিয়েছে, রিয়াদে বৈঠকের পর স্থির হয়েছে, কৃষ্ণ সাগরে নিরাপদে নৌচলাচল নিশ্চিত করবে রাশিয়া এবং ইউক্রেন। সামরিক অভিযানের জন্য বাণিজ্যিক জাহাজ ব্যবহার করা হবে না। শিগগিরই যুদ্ধবন্দিদের প্রত্যর্পণও করবে দুই দেশ। সাধারণ নাগরিকদের মুক্তি এবং নির্বাসিত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে সাহায্য করবে যুক্তরাষ্ট্রও। আর এই চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করবে উভয় পক্ষই।


চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কৃষ্ণ সাগর শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা  বিশ্বব্যাপী বাণিজ্য এবং নিরাপত্তাকে প্রভাবিত করে। শুরুতে এই কৃষ্ণ সাগর পথেই ইউক্রেনীয় বন্দর দখল করে রুশ নৌবহর, যার ফলে গুরুত্বপূর্ণ শস্য রফতানি বন্ধ হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের অর্থনীতি। এর জবাবে রুশ যুদ্ধজাহাজ এবং ঘাঁটিগুলিতে পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ নৌবাহিনীর বড় অংশ মোতায়েন থাকা ক্রিমিয়াতেও হামলা হয়। ওই হামলার পরেই বেশিরভাগ জাহাজ অপেক্ষাকৃত নিরাপদ বন্দরে সরিয়ে নেয় রাশিয়া।


এই নিয়ে দু’মাসে সৌদিতে তৃতীয় যুদ্ধবিরতি বৈঠক করল যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির প্রস্তাব বিষয়ে মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে দু’দেশের সঙ্গে পৃথক ভাবে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের। রোববার প্রথমে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম বিষয়ক দূত এবং রুশ-ইউক্রেন সংঘাত সমাধানের বিশেষ দায়িত্বপ্রাপ্ত স্টিভ উইটকফ। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি।


সূত্র: রয়টার্স


এসজেড