ঢাকা | বঙ্গাব্দ

‘র’ নিষিদ্ধের সুপারিশ

এফবিআই’র তদন্তে উঠে আসে, ‘শিখ ফর জাস্টিস’ (এসএফজে)-এর নেতা পন্নুনকে হত্যায় জড়িত ‘র’-এর বিকাশ যাদব।
  • অনলাইন ডেস্ক | ২৬ মার্চ, ২০২৫
‘র’ নিষিদ্ধের সুপারিশ ভারতীয় গোয়েন্দা সংস্থা

ভারতীয় গুপ্তচর সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং’ (র)-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে মার্কিন ফেডারেল সরকার গঠিত কমিশন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ) তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, প্রতিবেদনে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-কে নিষিদ্ধ করার সুপারিশ করেছে তারা। 


মার্কিন কমিশন বলেছে, শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার চেষ্টায় ‘র’-এর হাত রয়েছে। সেই কারণেই এই সুপারিশ করেছে তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে। মার্কিন প্রশাসনের অধীনস্থ এই কমিশনের কাজ বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ের ওপর নজর রাখা। সেইমতো ধর্মীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে মার্কিন সরকারকে প্রয়োজনীয় সুপারিশ করে এই কমিশন। অর্থাৎ এটি হল মার্কিন প্রশাসনকে পরামর্শ দেওয়ার একটি প্রতিষ্ঠান। 


খালিস্তানপন্থী নেতা মার্কিন নাগরিক গুরপতবন্ত সিংহ পন্নুনকে ২০২৩ সালে হত্যার ষড়যন্ত্রে ‘র’-এর এক প্রাক্তন সদস্য সরাসরি যুক্ত বলে জানায় যুক্তরাষ্ট্র। মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই’র তদন্তে উঠে আসে, ‘শিখ ফর জাস্টিস’ (এসএফজে)-এর নেতা পন্নুনকে হত্যায় জড়িত ‘র’-এর বিকাশ যাদব। যদিও নয়াদিল্লি তখনই জানায়, ওই ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। রয়টার্স অনুসারে, বিকাশ এবং ‘র’, দু্ইয়ের ওপরেই নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সুপারিশ করেছে মার্কিন কমিশন।


কমিশন আরও বলেছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার অবনতি হয়েছে। সংখ্যালঘুদের প্রতি বৈষম্যও বৃদ্ধি পেয়েছে। মোদি এবং বিজেপির প্রসঙ্গেও মন্তব্য করেছে তারা। গত বছরের নির্বাচনী প্রচারণার সময়ে সংখ্যালঘুদের বিষয়ে ‘বিভ্রান্তিকর তথ্য প্রচার’ করেছেন মোদি এবং বিজেপি। এর আগেও মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কিছু প্রতিবেদনেও সংখ্যালঘুদের পরিস্থিতির কথা বলা হয়। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন কমিশনের এই প্রতিবেদনের পর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স। তবে এখনও তারা এ বিষয়ে কোনও জবাব দেয়নি।


সূত্র: রয়টার্স


এসজেড