ঢাকা | বঙ্গাব্দ

দ. কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল

দুর্যোগ ও নিরাপত্তা বিভাগের প্রধান লিহান-কিউং বলেন, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ক্ষতির পরিমাণ ৩৫,৮১০ হেক্টরে পৌঁছেছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৫
দ. কোরিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দাবানল সবচেয়ে বড় দাবানল।

দক্ষিণ কোরিয়ার দুর্যোগ প্রধান বৃহস্পতিবার বলেছেন, দেশটির এবারের দাবানল ‘রেকর্ড অনুযায়ী সবচেয়ে বড়’ দাবানলে পরিণত হয়েছে, যা পূর্ববর্তী যেকোনো সময়ের চেয়ে বেশি আয়তনের বন পুড়িয়ে দিয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ২৬ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার আন্দং থেকে এএফপি এ খবর জানায়। 


দুর্যোগ ও নিরাপত্তা বিভাগের প্রধান লিহান-কিউং বলেন, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে বনের ক্ষতির পরিমাণ ৩৫,৮১০ হেক্টরে পৌঁছেছে, যা ইতোমধ্যেই ২০০০ সালে পূর্ব উপকূলের দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণের চেয়ে বেশি। পূর্বে রেকর্ডে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্থ এলাকার আয়তন ছিল ১০,০০০ হেক্টরেরও বেশি।


সূত্র: এএফপি


এসজেড