ঢাকা | বঙ্গাব্দ

ল্যান্ডমাইনে মৃত্যু রুশ সাংবাদিকের

৩৫ বছর বয়সি আনা রুশ সরকার নিয়ন্ত্রিত এক সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৫
ল্যান্ডমাইনে মৃত্যু রুশ সাংবাদিকের আনা প্রকোফিয়েভা

ইউক্রেন সীমান্তে খবর সংগ্রহ করতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে  আনা প্রকোফিয়েভা নামের আরও এক রুশ সাংবাদিকের। ২০২৩ সাল থেকে আনা রুশ-ইউক্রেন যুদ্ধের খবর যুদ্দক্ষেত্র থেকে সরাসরি দিতেন। রাশিয়ার বেলগোরোডে ইউক্রেন সীমান্তের কাছে ইউক্রেনের পুঁতে রাখা ল্যান্ডমাইন ফেটে মৃত্যু হয়েছে তার। বিস্ফোরণে আহত হয়েছেন সঙ্গের চিত্র সাংবাদিকও। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর।


৩৫ বছর বয়সি আনা রুশ সরকার নিয়ন্ত্রিত এক সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন। মস্কোর সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, খবর সংগ্রহ করার সময়ে একটি ল্যান্ডমাইনে পা পড়ে যায় তাদের। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় আনার। সহকর্মী দিমিত্রি ভলকভের শরীরের একাধিক জায়গা পুড়ে গিয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় খবর সংগ্রহ করতে গেছেন তিনি। রুশ সেনার সাঁজোয়া গাড়ির সঙ্গে মাঝেমধ্যেই এক্স-এ ছবি পোস্ট করতেন আনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযানের সমর্থক ছিলেন তিনি।


রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে বেলগারোড অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মাঝেমধ্যেই রকেট এবং ড্রোন হামলা হয়েছে এই এলাকায়। ইউক্রেন সীমান্তবর্তী এই অঞ্চলে গোলাবর্ষণের ফলে অতীতে সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এবার যুদ্ধের খবর সংগ্রহে গিয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল এক সাংবাদিকের। চলতি সপ্তাহেই ইউক্রেনের লুহান্‌স্কে রুশ-অধিকৃত এলাকায় গোলাবর্ষণে ছয় জনের মৃত্যু হয়। তাদের মধ্যেও দু’জন রুশ সাংবাদিক ছিলেন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি তৈরির পর থেকে প্রায় ২০ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে।


সূত্র: রয়টার্স