চীনের রাষ্ট্রীয় অতিথিশালায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যেখানে টেকসই উন্নয়ন, সামাজিক ব্যবসার প্রসার এবং দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।
অধ্যাপক ড. ইউনূস বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। অপরদিকে, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
বৈঠকে দু’পক্ষ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।
thebgbd.com/NIT