ঢাকা | বঙ্গাব্দ

গ্রিনল্যান্ড নিয়ে নিরুত্তাপ রাশিয়া

উত্তর মেরুতে রাশিয়ার বৃহত্তম শহর মারম্যানস্ক থেকে পুতিন জানান, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের নিজস্ব ব্যাপার।
  • অনলাইন ডেস্ক | ৩০ মার্চ, ২০২৫
গ্রিনল্যান্ড নিয়ে নিরুত্তাপ রাশিয়া পুতিন ও ট্রাম্প।

যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করেও নেয়, রাশিয়ার তাতে কিছু বলার নেই। এটি যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের নিজস্ব বিষয়। উত্তর মেরুতে গিয়ে এমনটাই বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ ভূখণ্ডের বাইরে উত্তর মেরুর ওপর আধিপত্য বিস্তারের কোনও পরিকল্পনা নেই রাশিয়ার। পুতিন সরাসরি না বললেও এই অঞ্চলটি আপাতত তারা যুক্তরাষ্ট্রর হাতে ছেড়ে দিতে চাইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের সম্পর্কই রাশিয়ার এই নীতির কারণ। সেই কারণে বিশ্বের বৃহত্তম দ্বীপের প্রতি রাশিয়ার এই ‘উদাসীনতা’। তবে অনেকে ধারণা, পুতিনের এই মন্তব্যের পেছনে অন্য ভাবনা রয়েছে।


সম্প্রতি উত্তর মেরুতে রাশিয়ার বৃহত্তম শহর মারম্যান্‌স্কে যান পুতিন। সেখানে তিনি এই অঞ্চলে রুশ নেতৃত্ব জোরদার করার কথাই বলেছেন। পুতিন বলেন, ‘সারা বিশ্বের নিরিখে আর্কটিক অঞ্চলে রুশ নেতৃত্বকে আরও শক্তিশালী করে তুলতে আমরা বদ্ধপরিকর।’ কিন্তু একইসঙ্গে গ্রিনল্যান্ড প্রসঙ্গে নিরুত্তাপ রুশ প্রেসিডেন্ট। উত্তর মেরুতে অন্য কোনও ভূখণ্ডের ওপরেও দাবি জানাননি তিনি। মেনে নিয়েছেন, ‘উত্তর মেরু অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে।’ এর পরেই ট্রাম্পের উদাহরণ টানেন তিনি। জানান, উত্তর মেরুতে ভূরাজনৈতিক প্রতিযোগিতা বৃদ্ধির অন্যতম উদাহরণ গ্রিনল্যান্ডে ট্রাম্পের আধিপত্য কায়েমের চেষ্টা।


পুতিন বলেন, ‘গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রর পরিকল্পনা যথেষ্ট গুরুতর। এই পরিকল্পনার পেছনে গভীর ইতিহাস রয়েছে। ওরা উত্তর মেরু অঞ্চলে নিজেদের রাজনৈতিক, ভূরাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক আগ্রহ অনুযায়ী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত করবে, তাতে সন্দেহ নেই। কিন্তু গ্রিনল্যান্ডের সমস্যা দু’টি পৃথক দেশের মধ্যেকার বিষয়। এটা যুক্তরাষ্ট্র আর ডেনমার্কের ব্যাপার। আমাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’


পুতিনের এই মন্তব্যকে অনেকে গ্রিনল্যান্ড প্রসঙ্গে যুক্তরাষ্ট্রর আগ্রাসনে সবুজ সঙ্কেত হিসাবেই দেখছেন। যে সময়ে তিনি এই ধরনের মন্তব্য করলেন, সেটিও গুরুত্বপূর্ণ। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাশিয়ার প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছেন।  গ্রিনল্যান্ডে নাক না-গলানোর বার্তা দিয়ে পুতিন আসলে ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্রর নাক গলানোর রাস্তাও বন্ধ করতে চাইলেন। 


কানাডার উত্তর-পূর্বে অবস্থিত গ্রিনল্যান্ড ‘স্বশাসিত’ হলেও তার উপর ইউরোপীয় দেশ ডেনমার্কের অধিকার আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। এই গ্রিনল্যান্ড কিনতে চান ট্রাম্প। ক্ষমতায় আসার পর থেকেই সেই কথা বলে আসছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউটে এগেদে বার বার ট্রাম্পের এই আগ্রাসনের সমালোচনা করছেন। কিন্তু ট্রাম্প অনড়।


সূত্র: রয়টার্স


এসজেড