পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
শনিবার (২৯ মার্চ) ডিএমটিসিএল-এর ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকবে, তবে ঈদের পরদিন থেকে স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলাচল করবে।
রমজান মাসে বিশেষ সময়সূচি অনুসারে মেট্রোরেল পরিচালিত হলেও ঈদের পর থেকে আগের স্বাভাবিক সময়সূচিতে ট্রেন চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
thebgbd.com/NA