ঢাকা | বঙ্গাব্দ

শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন নাহিদ

  • নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০২৫
শহীদদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ নিলেন নাহিদ সংগৃহীত

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুরাইন কবরস্থানে উপস্থিত হন। সেখানে তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া শহীদদের কবর জিয়ারত করেন।


এসময়, নাহিদ ইসলাম শহীদ শাকিল ও শহীদ রেজাউল করিমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। পরে, নাহিদ ইসলাম রাজধানীর শনির আখড়ার পাটেরবাগ এলাকায় শহীদ মাহাদী হাসান পান্থর বাসায় যান। তিনি শহীদ পান্থর পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।


নাহিদ ইসলাম এরপর ডেমরার সারুলিয়া এলাকায় শহীদ জুয়েলের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ঈদের শুভেচ্ছা জানান। এরপর নাহিদ ইসলাম গেন্ডারিয়ার শহীদ আনাসের বাসায় উপস্থিত হয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন।


thebgbd.com/NIT