ঢাকা | বঙ্গাব্দ

চ্যাম্পিয়নস কাপে ইন্টার মায়ামির প্রথম হার

ইন্টার মায়ামি কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরে গেছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ এপ্রিল, ২০২৫
চ্যাম্পিয়নস কাপে ইন্টার মায়ামির প্রথম হার সংগৃহীত

বিএমও স্টেডিয়ামের গ্যালারিতে তারকাদের উপস্থিতিতে রীতিমতো এক তারকার হাট বসেছিল। উপস্থিত ছিলেন বাস্কেটবল কিংবদন্তি স্টেফেন কারি, জিমি বাটলার, ড্রেমন্ড গ্রিন, কিংবদন্তি সংগীতশিল্পী লায়নেল রিচি, অভিনেতা জেইমে কামিল, মডেল ও মিডিয়া ব্যক্তিত্ব কেন্ডল জেনার এবং আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। কিন্তু এই গ্যালারিজুড়ে থাকা তারকাদের সন্তুষ্ট করতে পারেননি লিওনেল মেসি।


কারণ আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) মেসির দল ইন্টার মায়ামি কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরে গেছে। এটি আর্জেন্টাইন কোচ হাভিয়ের মাচেরানোর অধীনে মায়ামির প্রথম হার। ৯ এপ্রিল ফোর্ট লডারডেলে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকলেও, হলুদ কার্ডের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে সের্হিও বুসকেতসকে পাবে না মায়ামি।


চোট থেকে ফিরে আগের ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন মেসি। তবে আজকের ম্যাচে একাদশে থেকে পুরো ৯০ মিনিট খেললেও জালের দেখা পাননি তিনি। প্রথমার্ধে দুটি ফ্রি কিকের সুযোগ পেয়েছিলেন—একটি পোস্টের ওপর দিয়ে চলে যায়, অন্যটি ঠেকিয়ে দেন লস অ্যাঞ্জেলস এফসির ফরাসি গোলকিপার উগো লরিস।


ম্যাচের ৫৭ মিনিটে স্বাগতিক লস অ্যাঞ্জেলস এফসির হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড নাথান ওরদাজ। এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মায়ামি।


মায়ামির জার্সিতে চ্যাম্পিয়নস কাপে প্রথম ছয় ম্যাচে গোল বা অ্যাসিস্ট ছিল মেসির। চলতি আসরের শুরুর রাউন্ডগুলোতেও তিন গোল করেছেন তিনি। তবে আজ ভাগ্য সহায় হয়নি। ম্যাচের ৮০ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিলেন, কিন্তু বক্সের মাথা থেকে নেওয়া শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ছয় মিনিট পর আরেকটি শট দারুণভাবে রুখে দেন উগো লরিস। যোগ করা সময়ে আরও একটি ফ্রি কিক পান মেসি, কিন্তু সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়।


thebgbd.com/NIT