ঢাকা | বঙ্গাব্দ

মেক্সিকো ও আর্জেন্টিনায় শেয়ারের পতন

শুক্রবার লেনদেনে আর্জেন্টিনার শেয়ারবাজারেও সাত শতাংশেরও বেশি পতন হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৫ এপ্রিল, ২০২৫
মেক্সিকো ও আর্জেন্টিনায় শেয়ারের পতন আর্জেন্টিনার শেয়ার মার্কেট।

বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে আতঙ্কের মধ্যে মেক্সিকোর শেয়ারবাজার শুক্রবার ৪ দশমিক ৮৭ শতাংশ কমেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক তালিকা থেকে দেশটি বাদ পড়েছে। মেক্সিকো সিটি থেকে এএফপি এ খবর জানায়।


আর্জেন্টিনাসহ কয়েক ডজন দেশের ওপর ব্যাপক আমদানি শুল্ক আরোপের দুই দিন পর, শুক্রবার লেনদেনে আর্জেন্টিনার শেয়ারবাজারেও সাত শতাংশেরও বেশি পতন হয়েছে। বৃহস্পতিবার শেয়ারবাজার ০.৫৪ শতাংশ বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মেক্সিকান শেয়ারবাজার পতন ঘটেছে, যা ট্রাম্পের তথাকথিত ‘মুক্তি দিবস’ শুল্ক এড়ানোর কারণে ল্যাটিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে প্রাথমিক স্বস্তির প্রতিফলন।


আর্জেন্টিনার প্রধান মেরভাল সূচক ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে এবং ব্রাজিলের বোভেস্পা সূচক ২ দশমিক ৯৬ শতাংশ কমেছে। দুটি দেশই ল্যাটিন আমেরিকার বেশিরভাগ দেশের মতো ১০ শতাংশ শুল্ক আরোপের শিকার হয়। যার নিম্নতম স্তর ৫০ শতাংশ থেকে শুরু করে।


সূত্র: এএফপি


এসজেড