চলতি মৌসুমে শিরোপার জন্য লড়াই করছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শীর্ষে থাকা বার্সাকে পিছনে ফেলতে বাকি ম্যাচগুলোতে লস ব্লাঙ্কোসদের জয়ের বিকল্প নেই। এমন বাস্তবতায় ভ্যালেন্সিয়ার কাছে হেরে বসল রিয়াল। তাতে শিরোপা ধরে রাখার পথটা আরও কঠিন হলো কিলিয়ান এমবাপে-ভিনিসিয়াস জুনিয়রদের।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল। নির্ধারিত সময় শেষে যখন ১-১ গোলের ড্রয়ের আভাস মিলছিল, তখনই আসে নাটকীয় মুহূর্ত। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুগো দুরো গোল করে জয় এনে দেন ভ্যালেন্সিয়াকে।
এর আগে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি মিস করার হতাশায় পুড়েন রিয়ালের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নামা ভিনিসিয়াস। পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে ভিনির গোলেই সমতায় ফেরে রিয়াল। কিন্তু শেষপর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো।
হারে সুবিধা হলো চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। ৩০ ম্যাচে পাঁচটিতে হারা রিয়ালের পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৬৬। রাতে রিয়াল বেটিসকে হারালে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধান বেড়ে হবে ৬।
thebgbd.com/NIT