ঢাকা | বঙ্গাব্দ

কুরকুরে চিপস আনতে ভুলে গেছেন স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী!

চিপস খেতে ভালবাসেন। রোজ চাই কুরকুরে। বারবার বলে দেওয়া সত্ত্বেও, সেই পছন্দের জিনিসই আনতে ভুলে গেলেন স্বামী। আর এতে রেগে অগ্নিশর্মা স্ত্রী। চেয়ে বসলেন ডিভোর্স। অভিযোগ জানাতে ছুটলেন পুলিশের কাছেও।
  • | ১৫ মে, ২০২৪
কুরকুরে চিপস আনতে ভুলে গেছেন স্বামী, ডিভোর্স চাইলেন স্ত্রী! সংগৃহীত


চিপস খেতে ভালবাসেন। রোজ চাই কুরকুরে। বারবার  বলে দেওয়া সত্ত্বেও, সেই পছন্দের জিনিসই আনতে ভুলে গেলেন স্বামী। আর এতে রেগে অগ্নিশর্মা স্ত্রী। চেয়ে বসলেন ডিভোর্স। অভিযোগ জানাতে ছুটলেন পুলিশের কাছেও।


ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের আগ্রায়। সেখানে এক যুবতী তাঁর স্বামীর কাছ থেকে ডিভোর্স চেয়েছেন। তাঁদের ঝগড়ার কারণ, স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুরকুরে আনেননি স্বামী। সেই নিয়েই তুমুল ঝগড়া বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই যুবতী। বলেন, তিনি স্বামীর কাছ থেকে ডিভোর্স চান।


এদিকে স্বামীর অভিযোগ, স্ত্রী অস্বাভাবিক রকমের আসক্ত কুরকুরে-তে। রোজ তাঁর ৫ টাকার এক প্যাকেট কুরকুরে চাই-ই চাই। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিত্যদিন নিত্যদিন মনোমালিন্য লেগেই থাকত। সম্প্রতিই চিপসের প্যাকেট নিয়ে ফের ঝগড়া হয়।


সংবাদমাধ্যম বলছে, গত বছরই বিয়ে হয়েছে ওই দম্পতির। তবে যুবতীর ডিভোর্সের দাবির বিপরীতে তাদের মতভেদ মেটানোর এবং সংসার রক্ষা করার প্রচেষ্টায় পুলিশের পক্ষ থেকে তাদের ফ্যামিলি কাউন্সেলিংয়ে পাঠানো হয়েছে।