ঢাকা | বঙ্গাব্দ

গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ আন্দোলন

  • অনলাইন ডেস্ক | ০৭ এপ্রিল, ২০২৫
গাজায় গণহত্যার বিরুদ্ধে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ আন্দোলন ফাইল ছবি

ইসরায়েলের অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজায় প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। সর্বশেষ একদিনে নিহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। ধারণা করা হচ্ছে, চলমান আগ্রাসনে গাজায় মৃত্যুর সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।


এই পরিস্থিতির প্রতিবাদে বিশ্বজুড়ে চলছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নামে ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড। নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচিও রয়েছে।


ফিলিস্তিনের সংগঠন ‘ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস’ বিশ্বব্যাপী কাজ ও স্কুল বর্জনের আহ্বান জানিয়েছে। তারা বলেছে, “গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা থামব না।”


গাজার খান ইউনিসে ইসরায়েলি বোমা হামলায় একসঙ্গে প্রাণ হারিয়েছে ৯ জন নারী ও শিশু। ঘটনাটি বর্ণনা করতে গিয়ে এক বাসিন্দা বলেন, “আমরা ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘর ধসে পড়ে। সবাই নারী ও শিশু ছিল, মরদেহগুলো ছিন্নভিন্ন হয়ে গেছে।”


এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যা ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের ঘোষিত যুদ্ধাপরাধীর হোয়াইট হাউস সফরকে নেতিবাচক দৃষ্টিতে দেখছে আন্দোলনকারীরা।


বাংলাদেশেও আজ সোমবার দেশব্যাপী ধর্মঘট পালিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা এসেছে। ‘মার্চ ফর প্যালেস্টাইন’ প্ল্যাটফর্ম বিকেল ৪টায় রাজু ভাস্কর্যে সংহতি সমাবেশের আয়োজন করেছে।


ঢাবি শিক্ষার্থী আনাস ইবনে মুনির বলেন, “আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব এবং নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকব।” আরেক শিক্ষার্থী আবদুল্লাহ আরিয়ান বলেন, “ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে মুসলমান না হলেও চলবে, মানুষ হওয়াই যথেষ্ট।”


thebgbd.com/NIT