ঢাকা | বঙ্গাব্দ

ভাঙচুরের ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজায় গণহত্যার প্রতিবাদে বাটা, কেএফসিসহ দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ এপ্রিল, ২০২৫
ভাঙচুরের ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটানো হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি : সংগৃহীত

গাজায় গণহত্যার প্রতিবাদে বাটা, কেএফসিসহ দেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদেরও আটক করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এ ঘটনা পরিকল্পিত নয়, হঠাৎ করে ঘটনো হয়েছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে।


সচিবালয়ে পহেলা বৈশাখ নিয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকের পর গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

 

গাজায় ইসরায়েলি হামলা ও বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার সিলেটের অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে কতিপয় বিক্ষুব্ধ জনতা কেএফসি ভাঙচুর করে। এরপর বাটা, ইউনিমার্ট, আলপাইন রেস্তোরাঁসহ প্রায় ১০টি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খুলনা ও গাজীপুরেও ভাঙচুর চালায় উচ্ছৃঙ্খল জনতা।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।  ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। 


এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাজীপুরে ৪ জন, খুলনায় ৩১ জন এবং সিলেটে ১৪ জনকে আটক করা হয়েছে। বাকিদেরও আইনশৃঙ্খলা বাহিনী আটকের চেষ্টা করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।


thebgbd.com/NA