ঢাকা | বঙ্গাব্দ

পুলিশের লোগোতে বড় পরিবর্তন, বাদ পড়ছে পাল তোলা নৌকা

রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বাংলাদেশ পুলিশের লোগোতে পরিবর্তন আনা হচ্ছে।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ এপ্রিল, ২০২৫
পুলিশের লোগোতে বড় পরিবর্তন, বাদ পড়ছে পাল তোলা নৌকা ছবি : সংগৃহীত

রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার বাংলাদেশ পুলিশের লোগোতে পরিবর্তন আনা হচ্ছে। দীর্ঘদিনের চেনা প্রতীক পাল তোলা নৌকা বাদ দিয়ে আধুনিক এবং সময়োপযোগী নতুন লোগো চূড়ান্ত করা হয়েছে।


পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা এক অফিসিয়াল চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, নতুন লোগোটি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং খুব শিগগির মন্ত্রণালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।


নতুন লোগোতে থাকবে—পানির ওপর জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং একটি পাটপাতা আকৃতির টবের মধ্যে বাংলায় লেখা থাকবে "পুলিশ"।


চিঠিতে আরও উল্লেখ করা হয়, দেশের প্রতিটি জেলা ও ইউনিটকে এখন থেকে তাদের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ সব সামগ্রীতে নতুন লোগোর ছাপ রাখার প্রস্তুতি নিতে বলা হয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়ামাত্র তা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হবে।


পুলিশের লোগো পরিবর্তনের ইতিহাসেও এটি বড় একটি পরিবর্তন। সর্বশেষ ২০০৯ সালে লোগোতে আংশিক পরিবর্তন আনা হয়েছিল। তখনকার লোগোতে পাল তোলা নৌকার দুই পাশে ধান ও গমের শীষ, ওপরে শাপলা ফুল এবং নিচে ‘পুলিশ’ লেখা ছিল।


এবারের পরিবর্তনের পেছনে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর ১১ আগস্ট পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকে তাদের ১১ দফা দাবি মেনে নেওয়া হয়, যার মধ্যে ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের বিষয়টিও ছিল।


এর পরদিন, ১২ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে গঠন করা হয় ১০ সদস্যের একটি কমিটি। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই এবার পরিবর্তিত হচ্ছে পুলিশের লোগো।



thebgbd.com/NA