ঢাকা | বঙ্গাব্দ

হঠাৎ বাংলাদেশে আশর,কারণ জানালেন লু

বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিতে সফরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
  • | ১৫ মে, ২০২৪
হঠাৎ বাংলাদেশে আশর,কারণ জানালেন লু সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিতে সফরে এসেছেন বলে জানিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।


বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।লু বলেন, বাংলাদেশে আমি এসেছি আস্থা ও বিশ্বাস পুনর্নির্মাণ করতে।


তিনি বলেন, গতবছর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনেক অস্বস্তি ছিল। আমরা অনেক চেষ্টা করেছি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতাবিহীন নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়। আমরা এখন সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়।

 

এ সময় বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও অন্যান্য অংশীদারিত্বমূলক সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে কাজ করার কথা জানান ডোনাল্ড লু।


এরআগে, মঙ্গলবার (১৪ মে) রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু।

 

পরে বৈঠকের বিষয়ে সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। বাংলাদেশও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়।

 

তিনি আরও বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যু ও বঙ্গবন্ধুর পলাতক খুনিকে দেশে ফেরাতে আলোচনা হয়েছে। সম্পর্ক জোরদারের পাশাপাশি জলবায়ু পরিবর্তন ইস্যুসহ অনেক খাতে একসঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।