ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২, যেখানে ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতি পেয়েছে বিশেষ গুরুত্ব। সোমবার (১৪ এপ্রিল) সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পিটিআই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।
এবারের শোভাযাত্রায় ইসলামিক সংস্কৃতির নানা উপাদান তুলে ধরা হয়। মক্তব, কাপড় মোড়ানো রিকশা, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের মাধ্যমে ফুটে ওঠে গ্রামীণ ইসলামী ঐতিহ্যের সৌন্দর্য। ফেনী সাংস্কৃতিক পরিষদের শিল্পকর্ম এবং প্রতীকী চিত্রগুলো বিশেষভাবে নজর কাড়ে।
সংগঠক ওসমান গনি রাসেল বলেন, ‘শোভাযাত্রায় ইসলামি সংস্কৃতির চিত্র এবং হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’
পরে জেলা প্রশাসক সাইফুল ইসলামের উদ্বোধনে ৭ দিনব্যাপী লোকজ ও সাংস্কৃতিক মেলা শুরু হয়। তিনি বলেন, ‘আইন ও মূল্যবোধ বজায় রেখে নববর্ষ উদযাপন করতে হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’
অনুষ্ঠানে পুলিশ সুপার হাবিবুর রহমান, পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া দীর্ঘ ১৭ বছর পর ফেনী জেলা বিএনপিও পৃথকভাবে পহেলা বৈশাখ উদযাপন করে, যেখানে পান্তা-ইলিশের আয়োজন এবং আনন্দ শোভাযাত্রা ছিল চোখে পড়ার মতো।
thebgbd.com/NA