আশুলিয়ায় ছয় তরুণকে হত্যা ও মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তিন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে তাদের ট্রাইব্যুনালে তোলা হয়।
হাজির করা তিন কর্মকর্তা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
এর আগে, গত ৮ এপ্রিল প্রসিকিউশনের আবেদন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এই তিন কর্মকর্তাকে ১৫ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।
চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ২০২৩ সালের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করা হয়। এরপর পুলিশ সদস্যরা একটি ভ্যানে মরদেহগুলো রেখে আগুন ধরিয়ে দেন। তিনি আরও জানান, আগুন লাগানোর সময় অন্তত একজন তরুণ জীবিত ছিলেন, যাকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়।
এ ঘটনায় দেশজুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে, এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন সাধারণ মানুষসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন।
thebgbd.com/NA