ঢাকা | বঙ্গাব্দ

গণহত্যার পক্ষে প্রচারণা, মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল

মঙ্গলবার (১৫ এপ্রিল) হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ জমা দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৫
গণহত্যার পক্ষে প্রচারণা, মেঘনা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল ছবি : সংগৃহীত।

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর পরিচালিত অভিযানে তথাকথিত গণহত্যার পক্ষে প্রচারণায় সহায়তার অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।


মঙ্গলবার (১৫ এপ্রিল) হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ জমা দেন।


অভিযোগে বলা হয়, অভিযুক্তরা গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধকে জায়েজ করার উদ্দেশ্যে প্রচারণায় অংশ নিয়েছেন এবং বিভিন্নভাবে সহায়তা করেছেন। ফলে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ এর ৩(২) ধারা এবং ৪(১)/৪(২) ধারায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।


উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চালানো হয়, যা নিয়ে তখন থেকে নানা বিতর্ক ও মতভেদ রয়েছে। এবার সেই ঘটনার প্রেক্ষিতে নতুন করে দায়ের হলো এই অভিযোগ। তদন্ত সংস্থা বিষয়টি যাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানা গেছে।




thebgbd.com/NA