ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ সপ্তাহে মস্কো সফরে যাচ্ছেন। তেহরান থেকে এএফপি জানায়, কাতারের রাজধানী ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য অনুষ্ঠিত পারমাণবিক আলোচনার বিষয়ে আলোচনা করতেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলে সোমবার জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, ‘ড. আরাগচি সপ্তাহের শেষ দিকে মস্কো সফরে যাবেন।’ তিনি আরও জানান, এ সফর ‘পূর্বনির্ধারিত’ এবং এটি ‘মাসকাট আলোচনার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে মতবিনিময়ের একটি সুযোগ হবে।’
সূত্র: এএফপি
এসজেড