তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া মঙ্গলবার পাঁচটি দেশে সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে দুই শতাধিককে গ্রেফতার করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন। বিশেষ করে তুরস্কে এ অভিযান চালানো হয়েছে। ইস্তাম্বুল থেকে এএফপি এ খবর জানায়।
আলী ইয়ারলিকায়া আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একটি সংঘবদ্ধ অপরাধ দলের মোট ২৩৪ জন উচ্চ পর্যায়ের সদস্যকে আটক করা হয়েছে। এদের মধ্যে নয়জন অন্য দেশে ও ২২৫ জন তুরস্কে অবস্থান করছিল।’ তিনি বলেন, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, বেলজিয়াম ও তুরস্কে একযোগে অভিযান চালানো হয়েছে। অভিযানের আগে কর্মকর্তারা ফ্রান্স ও ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে নথি ভাগ করে নেন।
মন্ত্রী বলেন, এই অভিযানে প্রায় ২১.২ টন মাদক জব্দ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক পর্যায়ে একটি বিশাল চক্রের মুখোমুখি হচ্ছি।’ সদস্যদের বিরুদ্ধে মাদক পাচার থেকে শুরু করে অর্থ পাচার পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
সূত্র: এএফপি
এসজেড