ঢাকা | বঙ্গাব্দ

সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বাড়লো কত?

সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৫
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বাড়লো কত? ছবি : সংগৃহীত।

সরকার প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা। একইসঙ্গে খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৯ টাকা এবং পাম অয়েল ১৪৯ টাকা প্রতি লিটারে।


মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি আরও জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের মূল্য এখন ৯২২ টাকা, যা পূর্বে ছিল ৮৫২ টাকা।


বাণিজ্য উপদেষ্টা জানান, সরকার রাজস্ব আদায়ে ভারসাম্য বজায় রাখা এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যেই তেলের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি এটিকে ‘সাময়িক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।


তিনি বলেন, “সরকার এরইমধ্যে সাড়ে ৫০০ কোটি টাকা রাজস্ব অব্যাহতি দিয়েছে এবং রমজান উপলক্ষে ২ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি প্রদান করেছে। তেল আমদানিতে শুল্ক ছাড় দেয়ার পরও আন্তর্জাতিক বাজারের দামের চাপ সামলাতে এই সমন্বয় করা হয়েছে।”


দেশে মোট বার্ষিক তেলের চাহিদা প্রায় ৩০ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৭ লাখ মেট্রিক টন সরিষার তেল এবং ৬ লাখ মেট্রিক টন রাইস ব্রান তেল দেশেই উৎপাদন হয় বলে জানান তিনি।


মূল্যস্ফীতির প্রভাব প্রসঙ্গে শেখ বশিরউদ্দিন বলেন, “বর্তমানে মূল্যস্ফীতি সিঙ্গেল ডিজিটে রয়েছে এবং বাজারও মোটামুটি স্থিতিশীল। ফলে তেলের এই বাড়তি দাম মানুষের ওপর বড় ধরনের চাপ ফেলবে না। মাসিক গড় হিসেবে একজন ভোক্তার ৭০ টাকার মতো খরচ বাড়তে পারে।”


তবে সাধারণ ভোক্তাদের অনেকেই মনে করছেন, রোজার মাসের পরপরই এমন দাম বাড়ানো পরিবারের মাসিক ব্যয়ে চাপ তৈরি করবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর এর প্রভাব বেশি পড়তে পারে।


thebgbd.com/NA