ঢাকা | বঙ্গাব্দ

গুলশানে ফ্ল্যাট জালিয়াতি, টিউলিপের নামে মামলার অনুমোদন

গুলশানের একটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৫
গুলশানে ফ্ল্যাট জালিয়াতি, টিউলিপের নামে মামলার অনুমোদন ছবি : সংগৃহীত।

গুলশানের একটি ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি এবং সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (১৫ এপ্রিল) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


দুদক সূত্রে জানা গেছে, গুলশান-২ এর ৭১ নম্বর রোডে অবস্থিত একটি ফ্ল্যাটের মালিকানা ও আর্থিক বিবরণী গোপন করার অভিযোগ রয়েছে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাটটি বিনামূল্যে গ্রহণ করার পর ২০১৫ সাল পর্যন্ত সেটিকে আয়কর নথিতে দেখানো হলেও, পরবর্তীতে তিনি তা গোপন করেন।


এছাড়া অভিযোগে বলা হয়, তিনি ভুয়া নোটারি রেজিস্ট্রেশনের মাধ্যমে ফ্ল্যাটটি তার ছোট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন। এ প্রক্রিয়ায় নানা ছলচাতুরীর আশ্রয় নেয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।


মামলায় টিউলিপ সিদ্দিক ছাড়াও আরও দুইজনকে অভিযুক্ত করা হয়েছে, তবে তাদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে দুদক আরও তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।


thebgbd.com/NA