ঢাকা | বঙ্গাব্দ

ফ্রান্সে কারাগারে আগুন ও গুলি

ঘটনাস্থলে একটি জ্বালানি ক্যানিস্টার পাওয়া গেছে এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দু’জন ব্যক্তি গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন।
  • অনলাইন ডেস্ক | ১৫ এপ্রিল, ২০২৫
ফ্রান্সে কারাগারে আগুন ও গুলি কারাগারের এক নিরাপত্তাকর্মী।

ফ্রান্সের বেশ কয়েকটি কারাগারের কাছে গাড়িতে আগুন লাগানো এবং একটিতে স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলি চালানো হয়েছে। মঙ্গলবার বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা  একথা জানিয়েছেন। সরকারের মাদকবিরোধী নীতির প্রতিশোধ হিসেবে এটি করা হয়েছে।


সরকারের সন্দেহ, মাদকবিরোধী নীতির প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি ফরাসি কারাগারকে টার্গেট করা হয়েছে। সম্প্রতি বিচারমন্ত্রী জেরাল্ড ডারমানিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলউ মাদকদ্রব্য এবং মাদক-সম্পর্কিত অপরাধের বিরুদ্ধে লড়াই তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছেন।


মঙ্গলবার রাত পর্যন্ত রেকর্ডকৃত ঘটনাগুলোর পর বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, ‘এই সমস্ত ঘটনা সমন্বিত বলে মনে হচ্ছে এবং ডারমানিন কর্তৃক প্রবর্তিত মাদক বিরোধী গ্যাং কৌশলের সঙ্গে স্পষ্টভাবে জড়িত।’ ডারমানিন নিজেই এক্সে এক পোস্টে বলেছেন, ‘প্রজাতন্ত্র মাদক পাচারের মুখোমুখি এবং এমন ব্যবস্থা নিচ্ছে যা অপরাধমূলক নেটওয়ার্কগুলোকে মারাত্মকভাবে ব্যাহত করবে।’ 


কারা কর্মী ইউনিয়ন এফও জাস্টিসের মতে, ‘যানবাহন পুড়িয়ে দেওয়া হয়, কারাগারের গেটে আগুন লাগানো হয়, এমনকি ভারী অস্ত্র দিয়েও টার্গেট করা হয়।’ পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্যারিসের উত্তরে ভিলেপিন্টে কারাগারের গাড়ি পার্কিংয়ে কারাগারের কর্মীদের দুটি গাড়িসহ তিনটি গাড়িতে আগুন লাগানো হয়েছে। ঘটনাস্থলে একটি জ্বালানি ক্যানিস্টার পাওয়া গেছে এবং সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দু’জন ব্যক্তি গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন।


আরেকটি পুলিশ সূত্র জানিয়েছে, প্যারিসের কাছে একটি এবং দক্ষিণ ফ্রান্সে দুটি কারাগারের বাইরে পার্ক করা গাড়িতেও আগুন লাগানো হয়েছে। এফও জাস্টিস জানিয়েছেন, ফ্রান্সের দক্ষিণ উপকূলে অবস্থিত তুলনের একটি কারাগারে, ‘কালাশনিকভ-ধরণের’ আক্রমণাত্মক অস্ত্র দিয়ে হামলার পর সদর গেটে ১৫টি গুলির চিহ্ন পাওয়া গেছে।


ইউনিয়ন আরো জানিয়েছে, কাছের আইক্সের একটি কারাগারে দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং স্থানীয় ইরিজ কারাগার নজরদারি ইউনিটের গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, রোববার থেকে সোমবার রাতভর প্যারিসের কাছে একটি কারা কর্মী প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি কারাগারের পার্কিং লটে ইতোমধ্যেই আগুন লাগানো হয়েছে।


এফও জাস্টিস বলেছেন,  ‘এই অপরাধমূলক কর্মকাণ্ড আমাদের প্রতিষ্ঠানের প্রজাতন্ত্রের এবং প্রতিদিন প্রজাতন্ত্রের সেবা করা কর্মীদের ওপর একটি সর্বাত্মক হামলা আক্রমণ।’ তিনি ‘সরকারের কাছ থেকে দৃঢ়, স্পষ্ট পদক্ষেপের’ আহ্বান জানান।


আরেকটি ইউনিয়ন উফাপ উনসা জাস্টিসের জাতীয় সম্পাদক উইলফ্রিড ফঙ্ক এএফপি’কে বলেছেন কারাগার চারিদিক ‘২৪/৭’ সুরক্ষিত রাখার জন্য পর্যাপ্ত কর্মী নেই। মামলার সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, হামলাস্থলে কিছু নৈরাজ্যবাদী স্লোগান শোনা গেছে এবং পুলিশ তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। 


সূত্র: এএফপি


এসজেড