ঢাকা | বঙ্গাব্দ

রাজত্ব ভাগাভাগি করে বিশ্বকাপে যাচ্ছেন সাকিব

দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থানটা নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান।
  • | ১৫ মে, ২০২৪
রাজত্ব ভাগাভাগি করে বিশ্বকাপে যাচ্ছেন সাকিব ফাইল ছবি

দীর্ঘদিন ধরেই টি-টোয়েন্টি অলরাউন্ডারের শীর্ষস্থানটা নিজের দখলে রেখেছিলেন সাকিব আল হাসান। টেস্ট ও ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান হারানোর পর টি-টোয়েন্টি ফরম্যাটেই নিজের রাজত্ব ধরে রেখেছিলেন তিনি। তবে বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে সেই রাজত্ব ভাগাভাগি করতে হচ্ছে সাকিবকে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে সাকিবের সঙ্গী হয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। 


২২৮ পয়েন্ট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন হাসারাঙ্গা। বুধবার (১৫ মে) প্রকাশিত হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় এক ধাপ এগিয়েছেন তিনি।


২০২২ সালের সেপ্টেম্বরে মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছিলেন সাকিব। এরপর থেকেই এক নম্বর অবস্থানে ছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ খুবই কম থাকায় শীর্ষস্থান ধরে রাখা সাকিবের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। 


বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রান পাওয়া জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও এগিয়েছে র‍্যাঙ্কিংয়ে। ২১০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন তিনি।