বেসরকারি হাসপাতালে ভেন্টিলেটরে থাকা এক নারী এয়ার হোস্টেসকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ৪৬ বছরের ওই এয়ার হোস্টেস সজ্ঞানে ফেরার পর থানায় অভিযোগ দায়ের করায় ঘটনা প্রকাশ্যে আসে। এমন ঘটনা ঘটে ভারতের গুরুগ্রাম নামক স্থানে।
ভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদনে জানানো হয়- নির্যাতিতা জানিয়েছেন, কর্মসূত্রে গুরুগ্রামে আসার পর হোটেলের সুইমিং পুলে স্নান করতে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিলেন তিনি। তার জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে স্থানীয় এক বেসরকারি হাসপাতালের এমারজেন্সি কেয়ারে ভর্তি করানো হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তার স্বামী গত ৬ এপ্রিল গুরুগ্রামের অন্য একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করান। সেখানে তাকে রাখা হয় লাইফ সাপোর্টে। ভেন্টিলেশনে থাকা অবস্থাতেই মহিলার সঙ্গে ওই ভয়াবহ ঘটনা ঘটে।
পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছেন, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সেই সময়ে অজ্ঞাতপরিচয় একজনের স্পর্শ অনুভব করেন তিনি। ভেন্টিলেশনে থাকায় চিৎকার করা কিংবা বাধা দিতে পারেনি। তবে স্পর্শ যে সঠিক ছিল না, তা স্পষ্ট অনুভব করতে পেরেছিলেন বলেই জানিয়েছেন নির্যাতিতা।
জানা গেছে, ১৩ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া হয় এয়ার হোস্টেসকে। বাড়ি ফেরার পরই স্বামীকে গোটা বিষয়টি জানান তিনি। ১১২ হেল্পলাইন নম্বরে ফোন করেও অভিযোগ করেন। সদর পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করেন হাসপাতালের বিরুদ্ধে। তাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে গুরুগ্রাম পুলিশ। ইতিমধ্যেই নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনা নিয়ে মুখ খুলেছে গুরুগ্রামের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ‘এক রোগীর থেকে অভিযোগ পেয়েছি। তদন্তে সবরকম ভাবে সহযোগিতা করা হবে। প্রয়োজনীয় নথি, সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে।’
thebgbd.com/NIT